নির্ভিক সাংবাদিক এ.বি.খান বাবুর জন্মদিনে সন্ধান বাংলা টিভি ও মনিটর বার্তা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
আজ ২৫ জুন ২০২০ বৃহঃবার বাংলাদেশ প্রেস ক্লাব ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মানিকগঞ্জ রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক, দৌলতপুর প্রেসক্লাবের সংগ্রামী সভাপতি, সন্ধান বাংলা টিভি এবং মনিটর বার্তার বার্তা প্রধান, বলাকা টিভি ও জাতীয় দৈনিক জনতা- প্রভাবশালী ইংলিশ The New Nation পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি, নির্ভিক সাংবাদিক এ.বি.খান বাবুর ৩৯তম শুভ জন্মদিন আজ।
এ উপলক্ষে আজ দৌলতপুুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও কফি চক্রের আয়োজন করা হয়েছে।
এই শুভ দিনে সাংবাদিক এ.বি.খান বাবু সকলের দোয়া চেয়েছেন।