করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।
বুধবার (২৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজি আরা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইউএনও প্রচন্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে বিশেষ একটি কক্ষে চিকিৎসা নিচ্ছেন। তার শরীরে করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা পরীক্ষা ল্যাবে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, উনার শরীরে জ্বর তা ডেঙ্গু সংক্রান্ত বা সিজিনালও হতে পারে। উনার (ইউএনও) স্ত্রী ও সন্তানও জ্বরে ভুগছেন। ফলে উনার পরিবারের সদস্যসহ ইউএনও অফিসে স্টাফদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। টেস্টের রেজাল্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।