নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিগ্রহণকালে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ২ সদস্যকে আটক করেছে পুলিশ। নরসিংদী মডেল থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাত সদর উপজেলার বানিয়াছল বালুর মাঠের পশ্চিম পাশ থেকে তাদের আটক করা হয়। আটককৃত আব্দুল্লাহ (২০) পলাশ উপজেলার গজারিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে ও মো. মাছুম মিয়া সদর উপজেলার ইউএমসি পুরাতন কলোনী এলাকার রুস্তম আলীর ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানার এসআই এম নাইমুল ইসলাম মোস্তাক সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বানিয়াছল বালুর মাঠের পশ্চিম পাশে অভিযান চালায়। এসময় ডাকাতির প্রস্তুতিগ্রহণকালে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় এই সদস্যকে আটক করা হয়। আটক কালে তাদের দখল হতে দেশিয় অস্ত্র ১টি স্টীলের বাটযুক্ত চাপাতি ও ১টি প্লাস্টিকের কাভারযুক্ত স্টীলের চাউনিজ কুড়াল উদ্ধার করা হয়। উক্ত ডাকাতরা তাদের দলীয় অপরাপর ডাকাতদের সাথে সমবেত হয়ে সদর এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। আটককৃত আসামীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।