কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলা আজ খুলনায় “গরিবের ডাক্তার” নামে খ্যাত ডা. আব্দুর রকিব খান হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে পাকুন্দিয়ায় মাববন্ধন অনুষ্ঠিত হয়েছ। আজ সোমবার বিকেলে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ডাক্তাররা সামাজিক নিরাপত্তা বজায় রেখে এ কর্মসূচি পালন করে।
প্রতিবাদ সমাবেশে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামির মোঃ হাসিব সত্তারসহ হাসপাতালে কর্মরত কর্মচারীরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, ডা. আব্দুর রকিব খানের হত্যাকারীদের দ্রুত বিচার ও কর্মক্ষেত্রে ডাক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান।