পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ওয়াকার্স ইউনিয়নের আঞ্চলিক কার্য়লয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় শ্রমিকলীগের নবনির্বাচিত সহ-সভাপতি মো: মহসীন ভুইয়াকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছে এ নৌরুটের ৫শতাধিক নেতাকর্মীরা।
শরিবার দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ওয়াকার্স ইউনিয়নের কার্যলায়ের সামনে থেকে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মহসীন ভুইয়াকে ওয়াকার্স ইউনিয়ন,নৌ-কারীগরি কল্যাণ সমিতি ও বীমার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন ওয়াকার্স ইউনিয়নের সভাপতি মো. ফয়েজউল্লাহ, সম্পাদক এস. এম মাজানুল ইসলাম,সংগঠনিক সম্পাদক মো: ইজ্জত আলী,কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো. রবিউল ইসলাম তাহেরী,নৌ-কারীগরি কল্যাণ পরিষদের সভাপতি মো. শাহীনুর ইসলাম, বীমার সভাপতি রফিকুল ইসলামসহ বিভিন্ন ফেরির শ্রমিক ও কর্মচারীরা। পরে ঘাট এলাকায় বিআইডব্লিটিসির পক্ষ থেকে মো: মহসীনকে কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও মিষ্টি বিতরন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মো. মহসীন ভুইয়া বলেন, কাঠাঁলবাড়ি-শিমুলিয়া নৌরুটে নাব্যতা সংকটে ১০দিন ধরে বন্ধ রয়েছে। সেই কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের শ্রমিকসহ কর্মকর্তারা অকান্ত পরিশ্রম করে নৌরুটটি সচল রেখেছেন বলে তাদের ধন্যবাদসহ সকল দুনীর্তি বন্ধে তিনি কাজ করার অঙ্গীকার করে সকলকে সঠিক ভাবে কাজ করতে উৎসাহ প্রদান করেন। জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি করায় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান তিনি।