মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরাঞ্চল যমুনার তীরবর্তী বাঘুটিয়া, বাঁচামারা ও চরকাটারী ইউনিয়নে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে ৪জনকে কারাদণ্ড ও ৩ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
প্রচন্ড বৃষ্টি-বাতাস ও যমুনার ঢেউকে উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে গতকাল বৃহঃবার রাত থেকে আজ সকাল পযর্ন্ত মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ইলিশ ধরার প্রস্তুতিকালে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। আটককৃত জাল তাৎক্ষণিক ভাবে নিয়মানুযায়ী ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত জালের মালিকদের পাওয়া যায়নি। জব্দ হওয়া ৬কেজি ইলিশ মাছ একটি আবাসিক মহিলা মাদ্রাসায় বিতরণ করা হয়।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুয়েল আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের কারাদণ্ড ও জরিমানা করেন।
এসময় তিনি বলেন, জাতীয় সম্পদ রক্ষায় যেনকোন প্রতিকূল পরিবেশকে মোকাবেলা করে অভিযান চলমান থাকবে। নির্দেশনা অমান্য করে দৌলতপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন অংশে কারেন্টজাল দিয়ে মাছ ধরার অপরাধে জেলেদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রধান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রনি সাহাসহ দৌলতপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।