বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: আতাউল গনি এঁর সদয় নির্দেশক্রমে মোবাইল কোর্টের তফশিলভুক্ত বিধি ধারা অনুযায়ী মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ উপলক্ষে টাঙ্গাইল যমুনা নদীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রোকনুজ জামান এঁর অধীনে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। সারা রাত ব্যাপি (রাত ১১ টা হতে ভোর ৫ টা পযর্ন্ত) অভিযান পরিচালনা করেন এ সময় মৎস্যজীবীর কার্ড বিহীন অ মৎস্যজীবী গ্রামের লোভী চতুর্ভাজ ব্যক্তিদেরকে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে ৩০ কেজি মা ইলিশ মাছ ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সম্মুখে সংঘটিত অপরাধ আমলে নিয়ে দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে অভিযুক্ত ১৮ জন আসামীদের প্রত্যেককে ২০ (বিশ) দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং জব্দকৃত মাছ শিশু পরিবার বালিকার ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচলনাকালে জনাব গোলাম কিবরিয়া, নৌ পুলিশ সুপার, টাঙ্গাইল, জেলা মৎস্য অফিসার, টাঙ্গাইল, উপজেলা মৎস্য অফিসার, কালিহাতী এবং টাঙ্গাইলের পুলিশ বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।উনাদের কাছ থেকে জানা যায় জনস্বার্থে এবং সংশ্লিষ্ট সকলকে সচেতন করার লক্ষ্যে জেলা প্রশাসন টাঙ্গাইল কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের কার্যক্রম আগামী ০৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।