মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা হাট বাসুদেবপুর এলাকায় বেদে ও সান্দার সম্প্রদায়ের ব্যক্তিদের জন্য কবরস্থানের জমি প্রদান করেছেন ঢাকা রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক হাবিবুর রহমান ও গাজীপুর সিআইডির সহকারী পুলিশ সুপার এনায়েত করিম রাছেল।
মুসলিশ সম্প্রদায়ের অনগ্রসর এই গোষ্ঠির মৃতব্যক্তিদের লাশ গ্রামের কবরস্থানে দাফন করতে না দেওয়ায় তারা নিজ নিজ বাড়িতে কবর দিয়ে আসছিল। বিষয়টি জানার পর পুলিশের এই দুই কর্মকর্তা ঐ সম্প্রদায়ের লাশ দাফনে কবরস্থানের জন্য জমি দান করলেন।
বুধবার দুপুরে কবরস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জমি দাতা ঢাকা রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক হাবিবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহামন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার)হোসাইন মোহাম্মদ রায়হান, গাজীপুর সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনায়েত করিম রাছেল, গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস প্রমুখ।