জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন তার মেয়র পদ থেকে সাময়িক বরখাস্থ হওয়ায় তদস্থলে পৌর মেয়র (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহন করেন প্যানেল মেয়র-১ মোহাম্মদ আলী। আজ বুধবার (২১অক্টোবর) দুপুরে সরিষাবাড়ী পৌরসভার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব
গ্রহন করেন। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ প্রয়াত এডভোকেট মতিয়র
রহমান তালুকদার এর কবর স্থলে শ্রদ্ধার্ঘ নিবেদন ও মরহুমের আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এ সময় জামালপুর জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক মেয়র পদপ্রার্থী জহুরুল ইসলাম মানিক, প্যানেল মেয়র-২ জহুরুল ইসলাম, কাউন্সিলর কালা চাঁন পাল, আব্দুস সাত্তার, নুরুল ইসলাম, লিপন মন্ডল, আব্দুল মালেক, আফসার উদ্দিন সহ মহিলা কাউন্সিলর চায়না বেগম।আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মেয়র পদপ্রার্থী মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, তথ্য প্রতিমন্ত্রীর প্রতিনিধি যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি (ভিপি) সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান দুখু জিএস,সদস্য সামিউল খান পৌর যুবলীগের সভাপতি সুরুজ্জামান, সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী সুমন চাকলাদার,সরিষাবাড়ী নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি মোখলেছুর রহমান মিশু,
সরিষাবাড়ী অনার্স কলেজের ভিপি নাজমুল হুদা বজলু, এজিএস সুমন সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও পৌর কর্মকর্তা-কর্মচারী সহ সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন কে মেয়র পদ থেকে গত (১৮ অক্টোবর) বরখাস্থ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব (পৌর-২ শাখা) ফারজানা মান্নান স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করেন।