শনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পক্ষ থেকে ও পলাশ উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে ১৮টি পূজামন্ডবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার (২১ অক্টোবর) সকালে ঘোড়াশাল পৌর সম্মেলন কক্ষে অনুদান প্রদান ও আলোচনা সভায় বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি, কাউন্সিলর সুরাইয়া বেগম।
এসময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার আনোয়ার সাদাৎ, রাবান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র দাস, সাবেক কাউন্সিলর শরিফ আহমেদ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক
সহ পৌর এলাকার ১৮টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন বলেন, পলাশে অসাম্প্রদায়িক রাজনীতি বজায় আছে। এখানে কোন হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান বিবেদ নেই। আমরা মানুষ হিসেবে এ সুথায় গাঁথা। এ ধারা বাজায় রাখার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন পলাশে আওয়ামীলীগে কোন বিবেদ নেই। আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপির নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি।