বাসায় থেকে চিকিৎসা নিয়ে করোনা জয় করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মোঃ মাহাবুবুর রহমান। করোনা পজিটিভ আসার পর তার পরবর্তী নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ ২২/০৬/২০২০ বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন সিএমপি কমিশনার মোঃ মাহাবুবর রহমান নিজেই।সিএমপি কমিশনার বলেন, নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চলে সুস্থ হয়েছি। আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। আমি করোনা আক্রান্ত রোগীকে প্লাজমা দিতে চাই। তিনি জানান , রিপোর্ট নেগেটিভ এলেও চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে থাকবো। শিগগির পুরোদমে ফের কাজে যোগ দেবো।
নমুনা পরীক্ষা করানো হলে গত ৯ জুন করোনা পজিটিভ বলে জানতে পারেন সিএমপি কমিশনার। তবে তিনি করোনা আক্রান্ত হলেও তার শরীরে জ্বর বা তেমন কোনও উপসর্গ ছিল না।