রাজশাহী নগরীর মতিহার হেরোইন-ইয়াবা ও ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার নগরীর মতিহার থানাধিন ধরমপুর ও ডাহাজঘাট এলাকা থেকে তাদের আটক করে এসআই সাহাবুল ও সঙ্গীয় ফোর্স ।
আটককৃতদের মধ্যে, একই থানার ধরমপুর জাহাজঘাট এলাকার মৃত ইসাহাকের ছেলে বকুল (৩৫)কে ৬গ্রাম হেরোইন ও ১৬পিস ইয়াবাসহ এবং ধরমপুর দক্ষিনপাড়া এলাকার শুভ (২৫) কে ৭ পিস ফেনসিডিলসহ আটক করা হয়।
এসআই সাহাবুল জানায়, মাদক বিরোধি চলমান অভিযান মাদকদ্রব্যসহ বকুল ও শুভ নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওই এসআই।