আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৫০০ সনাতন ধর্মালম্বীদের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার চরসিন্দুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ ও বক্তব্য রাখেন নরসিংদী-২ পলাশ আসনের এমপি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল রতনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার প্রমুখ। এসময় চরসিন্দুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বজলুল করীম পাঠান চন্দন, পলাশ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।