রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের অকাল মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ(গতকাল) রবিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র জনাব মোঃ গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন। বিশিষ্ট সমাজ সেবক ও মুন্ডমালা পৌর সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ সাইদুর রহমান।
কামারগাঁ ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ মোসলেম উদ্দিন প্রমূখ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় সদ্য প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়। পরিশেষে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।