টাঙ্গাইলের মধুপুরের অরণখোলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন পালিত হয়েছে। অরণখোলা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ইউনিয়নের জলছত্র পিরোজপুর রাস্তার হাওদা বিলের উপর নির্মিত ব্রীজের পুর্ব পার্শ্বের রাস্তার দুই পার্শ্বে এ বৃক্ষ রোপন করা হয়। এসময় অত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম বৃক্ষ রোপন করে উদ্ধোধন করেন। উক্ত সসময় উপস্হিত ছিলেন অরণখোলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য মো: আবুল হোসেন, ৪ নং ওয়ার্ডের সদস্য প্রবীর কুমার বর্মন, অরণখোলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক প্রবীন চিসিম, জলছত্র অগ্নীসেনা ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন,উপজেলা ছাত্রলীগ সদস্য মো: আনোয়ারুল হক, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো: সাদ্দাম হোসেন, সহ- সাধারন সম্পাদক চন্ডিদাস, সাংগঠনিক সম্পাদক পলাশ ঘোষ, সদস্য রাসেল, শফিকুল, রনি সহ সকল ছাত্রলীগ সদস্যগন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি গন। আয়োজকগন জানান আমরা আমাদের নিজস্ব অর্থায়নে রাস্তার শোভা বর্ধন ও রাস্তা যাতে বর্ষা মৌসুমে ক্ষতি না হয় সে জন্য এবং ঐতিহ্য বাহী হাওদা বিলটি পাহাড়ের কোল ঘেষে অবস্হিত তাই দেখতে খুবই অপরুপ। বর্ষা মৌসুমে যখন পানিতে বিলটি ভরে যায় তখন হাজার হাজার দর্শক এ অপরুপ দৃশ্যটি দেখার জন্য ভিড় জমায়। তারা যাতে গাছের ছায়ার নীচে বসে একটু বিশ্রাম নিতে পারে সেজন্য আমরা রাস্তার দুপার্শ্বে প্রায় এক কিলোমিটার রাস্তায় বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপনের কর্মসূচি হাতে নিয়েছি।