রাজশাহী তানোর মুন্ডুমালা পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় মসজিদের উন্নয়নকল্পে মাইক সেট ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
চলতি মাসের ১৩ অক্টোবর মুন্ডুমালা পৌরসভার ১ নং ওয়ার্ড চুনিয়াপাড়া মাদ্রাসার চত্বরে আগামী পৌরসভা নির্বাচন ও ইউপি নির্বাচনে আওয়ামী লীগের শক্তিশালী ভূমিকা রাখার লক্ষ্যে, ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভার আয়োজন করা হয়।
বর্ধিত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান:জনাব লুৎফর হায়দার রশিদ ময়না,নিজ অর্থায়নে চুনিয়াপাড়া জামে মসজিদে মাইক সেট ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার উপহার দেন।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্টুর সভাপতিত্বে:
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব লুৎফর হায়দার রশিদ ময়না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফ খান।
বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক, তানোর পৌর মেয়র প্রার্থী জনাব আবুল বাশার সুজন।
তানোর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু।
মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা।মুন্ডুমালা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুন্ডুমালা পৌরসভার প্যানেল মেয়র আমিন হোসেন।তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম। মুন্ডুমালা পৌর ওয়ার্ড কাউন্সিলার ও তানোর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম। ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা ফিরোজ।যুবলীগ নেতা তপন ও সিজার সহ মুন্ডুমালা পৌর আঃলীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।