রাজশাহীর তানোরে তালন্দ হাই স্কুল মাঠে “সমাসপুর গ্ৰামবাসির” এর উদ্যোগে এক দিনব্যাপী চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে ও তানোর পৌরসভার ১নং ওয়ার্ড কমিশনার কাপ ২০২০ চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে।
জানা গেছে, চলতি বছরের ১৩ অক্টোবর মঙ্গলবার সমাসপুর গ্ৰামবাসির উদ্দ্যোগে আয়োজিত এক দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ তাছির উদ্দিন মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও তানোর থানা আওয়ামী যুবলীগের সভাপতি জনাব মোঃ লুৎফর হায়দার রশিদ ময়না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌরসভার আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত (সাম্ভাব্য) প্রার্থী প্রসিদ্ধ ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আবুল বাসার সুজন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আবু বাক্কার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ ওহাব হোসেন লালু, বিশিষ্ঠ ব্যবসায় মোহাম্মদ আলী বাবু, সাবেক শিক্ষক প্রদীপ, কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ ফজলে রাব্বী ফরহাদ, রামিল হাসান সুইট, রোকন, মোরশেদুল মোমেনিন রিয়াদ প্রমুখ। এ সময় বিভিন্ন এলাকার বিপুল সংখক ক্রীড়ামোদী মানুষ উৎসব মুখর পরিবেশে দিনব্যাপী ফুটবল খেলা উপভোগ করেন। এবং এক দিনব্যাপী চূড়ান্ত খেলার বিজয়ীদের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জনাব মোঃ লুৎফর হায়দার রশিদ ময়না।
এ সময় বিশেষ অতিথি সুজন বলেন, সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নাই, যুব সমাজকে মাদক ও বিপদগামী কর্মকান্ড থেকে দুরে রাখতে হলে তাদের খেলাধুলার পরিবেশ সৃষ্টিসহ তাদেরকে খেলা-ধুলায় মনোযোগী হতে হবে। এ জন্যই খেলাধুলার আয়োজন করা হচ্ছে এবং আগামিতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হবে। তিনি বলেন, আগামী পৌরসভা নির্বাচনে আওযামী লীগ দলীয় তথা মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে মেয়র নির্বাচিত করতে হবে। তাহলে নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি এলাকার ব্যাপক উন্নয়ন এবং বিনোদন স্পর্ট তৈরিসহ খেলাধুলার সকল বিষয়ে ব্যাবস্থা নিয়ে খেলোয়াড় তৈরির ব্যাবস্থা করা হবে।