কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পিকাব ও উজান ভাটি বাসে সংঘর্ষে মোঃ হানিফ (৪০) নামে এক জন মৃত্যু হয়েছে। আজ (২১ জুন) দুপুর দুইটা দিকে উপজেলার পুলেরঘাট মাইজহাটি বাবর আলি মার্কের নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফর বাড়ি কটিয়াদী উপজেলা বানিয়াগ্রামে।
পুলিশ জানায়, দুপুর আড়াই টার দিকে ভৈরবের দিক থেকে আসা একটি পিকাপ ভ্যান ও কিশোরগঞ্জ দিকে যাওয়া উজান ভাটিবাস মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হয় পিকাপ থাকা হানিফ চিটকে পরে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজে নিয়ে নিয়ে যাওয়ার পথে মৃত্য হয়।