টাঙ্গাইল বাসাইল উপজেলার বাঐখোলা রোডে ট্রাক্টর উল্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু।
বিজ্ঞানের উৎকর্ষ সাধন হয়েছে সকল ক্ষেত্রেই, কৃষিকাজে লাঙ্গল জোয়াল ছেড়ে কলের লাঙ্গল এসেছে, প্রযুক্তির সুবাধে। সহজ থেকে সহজতর হয়েছে কৃষকের জীবন প্রবাহ।তবে দূর্ঘটনাও কম হচ্ছে না,
অদ্য সকাল ১১.৩০ মিনিটে, বাসাইল উপজেলার বাঐখোলা বর্ণী রোডে ব্রীজের সন্নিকটে, নিচু জমি থেকে রাস্তায় উঠার সময় বড় ট্রাক্টর উল্টে, ড্রাইভার নীচে চাপা পরে তাৎক্ষণিক মৃত্যু বরন করেন। লোকটির বাড়ি দেলদুয়ার উপজেলার বাথুলী গ্রামে।