বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় পলাশ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ রবিবার (২১ জুন) সকাল থেকে উপজেলার
পলাশ বাস স্ট্যান্ড, খানেপুর বাজার, ওয়াবদাগেট, পন্ডিত পাড়া মোর, সাধুর বাজার, পারুলিয়া মোড়।
এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। এসময় সামাজিক স্বাস্থ্যবিধি মেনে না চলার অপরাধে ১টি মামলায় একজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মেনে চলা ও সরকারি আদেশ মান্য করতে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন এর তত্বাবধানে পলাশ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তিনি আরও জানান, পলাশ উপজেলায় বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই নিজ নিজ অবস্থান থেকে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। পলাশ উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।