ডিজিটাল পদ্ধতিতে অফিসিয়াল কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ১৫টি দপ্তরের মোট ৩০জন কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ১১ ও ১২ অক্টোবর দৌলতপুর সরকারি পি. এস. মডেল উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে দুই দিনব্যাপী ই-ফাইলিং (নথি) প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন, নবাগত দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরুল হাসান।
প্রশিক্ষণ পরিচালনা করেন, উপজেলা সহকারী প্রোগ্রামার রণজিৎ মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর সরকারি পি.এস. মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।