মরণঘাতী কোভিট -১৯ করোনা ভাইরাসের মতো ধর্ষণও এক প্রকার ভাইরাসের রুপ নিয়েছে। দেশের সর্বত্র গণ-ধর্ষণ, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদের ঝড় উঠেছে। রাজধানীসহ বিভাগীয় শহর, জেলা, উপজেলা ও গ্রাম-গঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠন গণ-ধর্যন, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ও বিচার দাবীতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছে । এতে ধর্ষকদের শাস্তি নিশ্চিতসহ ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে আইন সংস্করের দাবি জানানো হচ্ছে ।
এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে ধর্ষণের শান্তি নিশ্চিতসহ ধর্ষকের সর্বোচ্চ শান্তি মৃত্যুদণ্ডের আইন করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার দ্বাঁড়িয়াকান্দি- ডুমরাকান্দা রাস্তার ডুমরাকান্দা বাজার শহীদ মিনার চত্বরে স্থানীয় হ্যাপি ক্লাবের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে হ্যাপি ক্লাব ছাড়াও সামাজিক সংগঠন সালুয়া ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাব, কান্দুলিয়া সমাজ কল্যাণ পরিষদ, মাছিমপুর আল-হেরা সংগঠন, মাছিমপুর আদর্শ শান্তি পরিষদ, উত্তর সালুয়া উত্তর পাড়া সমাজ কল্যাণ পরিষদ, এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয় ব্যাচ-২০১৫, দক্ষিণ সালুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও দড়িগাঁও সমাজ কল্যাণ ঐক্য পরিষদসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নিকট ধর্ষণের শান্তি নিশ্চিতসহ ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করার দাবি জানিয়ে বক্তব্য দেন হ্যাপি ক্লাবের সভাপতি ডা. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ, সালুয়া ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল কাইয়ুম ও আলামিন খান প্রমুখ।