দক্ষিণ পতেঙ্গার বাসিন্দা এফ.জে করিম এবং বেলাল হাসান দুইজনই স্বনামধন্য ব্যবসায়ী। তাদের মালিকানাধীন বি.কে কনভেনশন সেন্টারটি করোনাকালীন সময়ে সেবামূলক সংস্থা বিদ্যানন্দকে ব্যবহারের সুযোগ করে দিয়ে অনন্য নজির স্থাপন করেছেন।তাদের এই কাজে সর্বাত্মক সহযোগিতা করছেন বিশিষ্ট সমাজসেবক ওয়াহিদুল আলম চৌধুরী। তাদের এই মহত উদ্যোগের জন্যে তারা সবখানে প্রশংসিত হচ্ছেন।