সারাদেশে নারী ধর্ষন, শিশুর উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রুহুল আমিন মিলন, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক গাউছুল আজম শাহীন, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা বেগম, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো. আব্দুস সোবাহান, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, জামালপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সালেহীন মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানা খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমরুজ্জামান চৌধুরী দর্শন ও জেলা তাঁতীদলের আহ্বায়ক আনিসুর রহমান লুলু প্রমুখ।