চাঁপাইনবাবগঞ্জে পুলিশ ও মোবাইল কোর্টের যৌথ মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদকসেবনের অপরাধে ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে পৌর এলাকার শান্তির মোট আজাইপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শান্তির মোড় মৃধা পাড়ার মফিজউদ্দিনের ছেলে ওমর ফারুক(৪৮), শান্তির মোড় মৃধা পাড়ার ইউনুস আলীর ছেলেই য়াকুব আলী(২৫), ফকির পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলী(৫০), চুনারী পাড়ার আবুল আলামের ছেলে বশিরুল ইসলাম(৩০)ফকির পাড়ার মৃত মন্টু রহমানের ছেলে মোঃ হাসান(৩৯)শান্তির মোড় রামকৃষ্টপুর মিজানুর রহমানের ছেলে আওয়াল(৩৫) এবং শান্তির মোড় আজাইপুর মৃত মিছু মিয়ার ছেলে বুলু (৫০)।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন জানান, পৌর এলাকায় মাদকের বেচাবিক্রি বন্ধে পুলিশ কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সকালে এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারকৃতদের ৩জনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ২জনকে ৬ মাসের কারাদন্ড ও অপর ২জনকে ৩মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সাজা প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।