মানিকগঞ্জের হরিরামপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মূল আসামি শেখ জামিরসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে ফরিদপুর জেলার কোতোয়ালি থানা এলাকা থেকে শেখ জামিরকে গ্রেফতার করা হয়। এর আগে সন্ধায় জামিরের ভাই কামাল ও মা জয়গুন বেগমকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুঈদ চৌধুরী জানান, বুধবার বিকেলে ধর্ষণের শিকার ওই শিশুর বাবা বাদী হয়ে অভিযুক্ত শেখ জামিরকে প্রধান আসামি করে ভাই শেখ কামাল, বাবা শেখ ছামেদ ও মা জয়গুনের নাম উল্লেখ ধর্ষণ মামলা করেন।
মামলার পর সন্ধ্যায় হরিরামপুর চরাঞ্চচলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং রাতে সাড়ে ১০ টার দিকে ফরিদপুর থেকে মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার সকালে হরিরামপুর উপজেলার চরাঞ্চলের ৫ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। বর্তমানে ওই শিশু মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।