আজ ৭ অক্টোবর সকালে আন্দরকিল্লাস্থ মোহাদ্দেস ভিলায় চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ আওতাধীন সকল থানা কমিটির নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মত বিনিময়ে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, হাজার বছর ধরে এই ভূখন্ডে হিন্দু,মুসলমান,বৌদ্ধ,খৃষ্টান সকল সম্প্রদায় সম্প্রীতি,সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ নিয়ে বসবাস করে আসছে। এই অসাম্প্রদায়িক চেতনার বেদীমূলে দাঁড়িয়েই বীর বাঙালি হাতে হাত রেখে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে এনেছে।সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণের ফলে এই উৎসব সার্বজনীন উৎসবে রূপ লাভ করে।বাঙালির চিরকালীন ঐতিহ্য এই অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে আমাদেরকে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।উৎসব চলাকালীন সময়ে ষড়যন্ত্রকারীদের দ্বারা যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনার সূত্রপাত না হয় সেদিকে আমাদের সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। মত বিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এড.চন্দন তালুকদার,সাধারণ সম্পাদক শ্রী প্রকাশ দাশ অসিত,সাবেক সভাপতি অরবিন্দ পাল অরুণ,বর্তমান সহসভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য ,রানা বিশ্বাস,যুগ্ম সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল,সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, সদরঘাট থানা পূজা উদযাপন পরিষদ সভাপতি রাজীব নন্দী বাবু,সাধারণ সম্পাদক বাপ্পী দাশ, জামালখান ওয়ার্ড সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মহানগর পূজা উদযাপন নেতা এড.টিপু শীল জয়দেবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।