আগামী টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্জ্ব সাইফুজ্জামান সোহেল টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র ও বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক
টাঙ্গাইল শহর আওয়ামীলীগের ১৮ টি ওয়ার্ডের নেতা কর্মীদের নিয়ে মতবিনিময় করেছেন উক্ত সভায় নির্বাচনী আলোচনা এবং নেতাকর্মীদের দুঃখ সুখের ও মূল্যায়ন বিষয়ে আলোচনা করেন।
এবং শহর আওয়ামীলীগের নেতাকর্মীদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্জ্ব সাইফুজ্জামান সহেল সাহেব বলেন আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে টাঙ্গাইল পৌরসভার মেয়র পদে মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে আপনাদের সাথেই থাকব এবং আপনাদের সকল দাবি দাওয়া আপনাদের সাথে নিয়েই পূরণের লক্ষ্যে কাজ করে যাব।
এবং টাংগাইল পৌরসভা কে একটি আধুনিক মাদক ও সন্ত্রাস জরাজীর্ণ মুক্ত নগরী হিসেবে গড়ে তুলবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি বলেন টাঙ্গাইল পৌরসভার সকল নাগরিক সুবিধা ও অধিকার বাস্তবায়ন করা হবে।