ধর্ষকদের গ্রেফতারের ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা শাখা।
সোমবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে শহীদ রফিক সড়কে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন, যুবনেতা নাজমুল রাজু প্রমুখ।
নোয়াখালীর বেগমগঞ্জে বিবশ্র করে বর্বরোচিত নারী নির্যাতন এবং সাম্প্রতিক বিভিন্ন স্থানে গণধর্ষন ও নারী নির্যাতনকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার করার দাবী জানান বক্তারা ।