তথ্য অধিকার বাস্তবায়নে অবদান রাখায় আন্তরর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০উদযাপন উপলক্ষে তথ্য কমিশন কর্তৃক উপজেলা পর্যায়ে ৪৯৫টি উপজেলার মধ্যে কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা শিবলী সাদিক প্রথম স্থান অর্জন করেন। এ উপলক্ষে সোমবার বিকেলে কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ও প্রেসক্লাবের সকল সাংবাদিকগন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবলী সাদিক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্যঃ ২৮ সেপ্টেম্ভর২০২০ইং রাজধানীর আগারগায়ে তথ্য কমিশন কর্তৃক এ পুরস্কার তুলেদেন তথ্য মন্ত্রী ড.হাসান মাহমুদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইব্রাহীম খন্দকার, সাবেক সভাপতি আব্দুল গাফফার, সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম রফিক, কালীগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আল-আমীন দেওয়ান, খোরশেদ আলম খান, আহম্মদ আলী, পনির হোসেন, কবির হোসেন, আখতার হোসেন, বিল্লাল হোসেন, কাজল মিয়া, মাসুদ রানা, মনির হোসেন, আজগর হোসেন ও রতন মিয়াসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।