আজ ৪ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় খুইদ্দ্যার টেকে অবস্থিত গোল্ডেন সন্স লিমিটেড নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চট্টগ্রামের লামারবাজার, নন্দনকানন, আগ্রাবাদ ও পটিয়া স্টেশনের ৮ টি ইউনিট একসাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন লাগার খবর পেয়ে উৎসুক জনতা মাত্রা অতিরিক্ত ভিড় ও প্রাণহানী ঠেকাতে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ১২ তলা বিশিষ্ট এ গার্মেন্টসের ৫ম তলার একটি গোডাউন হতে আগুনের সূত্রপাত হয় বলে দাবী করছে সংশ্লিষ্ট একটি সূত্র। তবে কি কারনে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত কেউ বলতে পারেনি।