চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ডবাসীর আয়োজনে ১ নং বিট পুলিশিং কার্যালয়ে মাদক, জঙ্গী বাল্য বিবাহবিরোধী আইনশৃঙ্খলা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৩ অক্টোবর শনিবার পৌর এলাকার টিকরামপুর আদর্শ মোড়ে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. তসিকুল ইসলাম।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো.মোজাফফর হোসেন। এ সময় সদর মডেল থানার এসআই আব্দুস সালামও উপস্থিত ছিলেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র-১ সাইদুর রহমান, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম আলী, অধ্যাপক মো. কামাল হোসেন, মো. মোসাহাক আলী মাস্টার, মো. আলাউদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।ওসি মোজাফফর হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মাদক, জঙ্গী ও বাল্য বিবাহ রোধে পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম বার এর নির্দেশনায় পুলিশ কাজ করছে।তিনি আরও বলেন, আপনার এলাকায় কেউ মাদক ক্রয়-বিক্রয় করলে পুলিশকে অথবা বিট পুলিশিং কার্যালয়ে জানান। কোন ভয় নেই তথ্য দাতার নাম ঠিকানা গোপন রাখা হবে। আপনারা সবসময় পুলিশকে সহযোগীতা করবেন।