কাঠগড় মোড়ের এই স্থানটি ধুলোবালির স্থান হিসেবে পরিচিতি পাচ্ছে। ম্যাক্সের চলমান কাজের নিয়মানুযায়ী যেন ধুলো সৃষ্টি না হয় সেই ব্যবস্থা করা জরুরী, কিন্তু কে দেখবে এসব। এছাড়াও ইস্টার্ন লজিস্টিক ও ওসিএল এর মতো দুটি বৃহৎ ডিপোর সম্মুখে এই সড়কটি যেন ধুলোর সড়কে রূপ নিয়েছে! কিন্তু ম্যাক্সের কথা বাদই দিলাম, এই দুটি ডিপো এই স্থানকে পুঁজি করে কোটি কোটি টাকা ইনকাম করে যাচ্ছে। তারা চাইলে সকাল বিকাল অন্তত দুবার পানি দিয়ে স্থানটি ধুলো মুক্ত রাখা অসম্ভব কিছু নয়। মূলত তাঁদের বড় বড় লরিগুলোই এই ধুলো তৈরির প্রধান কারণ। সড়কটি দিয়ে প্রতিদিনই হাজার হাজার যাত্রী ও পথচারীর চলাচল, সকলেই এই ধুলোর কারণে অতিষ্ঠ এবং অনেকেই শ্বাসকষ্টসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে এই ধুলোর কারণে। ধুলোর ঘনত্ব এমনযে মুখের মাস্কও এখানে পরাজিত।
এই বিষয়ে ইস্টার্ন লজিস্টিক, ওসিএল এবং ম্যাক্স কতৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।