মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলা পাড়া গ্রামে একটি পোল্ট্রি ফার্মের বৃষ্ঠার দুর্গন্ধে নাকাল হয়ে পড়েছে গ্রামের মানুষজন। এর ফলে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এলাকাবাসি।
বৃহঃবার দুপুরে পাতিলা পাড়া পুড়াতন ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্গন্ধ থেকে মুক্তিপেতে ফার্মটি বন্ধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসি।
এলাকাবাসির অভিযোগ লামিয়া রহমান ডেইরি এন্ড পোল্ট্রি ফার্মমের মালিক মো. আমিনুর রহমান কালু ক্ষমতার দাপট দেখিয়ে অনুমোদনবিহীন আবাসিক এলাকায় বিশাল দুইটি পোল্ট্রি ফার্ম গড়ে তুলেছেন। গ্রামবাসি বৃষ্ঠার দুর্গন্ধের প্রতিবাদ করলে মানুষজনের উপর চলে তার নির্যাতন ও হতে হয় মিথ্যা মামলার হয়রানির শিকার।
কালুর নির্যাতনের প্রতিবাদে বর্তমানে ফুসে উঠেছে এলাকার জনগন।
ফার্মটির দুর্গন্ধ থেকে মুক্তিপেতে ফার্মটি বন্ধ অথবা আবাশিক এলাকা থেকে বানিজ্যক এলাকায় স্থাপনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসি।