মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও অনুষ্ঠিত হয়েছে। সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন করে রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
সোমবার সকালে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা বেগম আক্তার জাহান।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নে ছিলেন রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম মিজানুর রহমান রানা।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান নায়েব উদ্দিন লাবলু, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।