নরসিংদীর ঘোড়াশাল পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জম্মদিন পালন করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে জম্মদিন উপলক্ষে ঘোড়াশাল পৌর আওয়ামীলীগ কার্যালয়ে পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন নরসিংদী-২ পলাশ আসনের এমপি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ,
বিশেষ অতিথি পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা মহিলা আওয়ামিলীগের সভাপতি আফরোজা দিলীপ, পলাশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম শফি, পৌর যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই, জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, আমদিয়া ইউপি চেয়ারম্যান নাজিমউদ্দীন ভূঁইয়া রিপন, পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,
ঘোড়াশাল পৌর কাউন্সিলর সুরাইয়া মফিজ, শারমিন সুলতানা, আব্দুল বাতেন, শহিদুল ইসলাম রুমেল, রফিক ভূঁইয়া, জুলহাস মিয়া, কবির হোসেন, সাবেক কাউন্সিলর শরিফ আহমেদ সহ ঘোড়াশাল পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম শুভ জম্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা ও দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোয়াজ্জেম হোসেন।