উত্তরের জনপদ নওগাঁ জেলায় গত ২দিনে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আবারো নতুন করে ১৯ জনের শরীরে করোনা সনাক্তের খবর জানিয়ছেন জেলা স্বাস্থ্য অধিদপ্তর।
এদের মধ্যে একজন পুরাতন করোনা আক্রান্ত রোগী।
এবিষয়ে জেলা ডেপুটি সিভিল সার্জন মুন্জুর এলাহী মোর্শেদ বলেন। গতকাল(১৮ ও ১৯ জুন) আমাদের হাতে ১০৯ জনের নমুনার ফলাফল হাতে এসেছে।তার মধ্যে (১৮জুন) নওগাঁ সদরের ৫ জন করোনা সনাক্তের ফলাফল এসেছে তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুই জন নারী।
আজ শুক্রবার সকালে(১৯ জুন) ১১তারিখে সংগৃহীত ৬১ টি নমুনার ফলাফল এসেছ।এর মধ্যে ১১ জনের নমুনায় করোনা সনাক্ত হয়েছে । এদের মধ্যে ১ জন পুরাতন এবং ১০ জন নতুন আক্রান্ত। নতুন দের মধ্যে জেলার রানীনগর উপজেলার ৪ জন, পোরশা উপজেলার ২ জন,সাপাহার উপজেলার ২ জন ও মহাদেবপুর উপজেলার ২জন। তাঁদের ৬ জন পুরুষ ৪জন নারী।
এবং একই দিন ১৯ জুন বিকেলে আরো ৪৩ জনের নমুনার ফলাফলে ৩ জনের নমুনায় করোনা সনাক্ত হয়েছে। তাদের মধ্যে নওগাঁ সদরের ২ জন এবং সাপাহার উপজেলার ১ জন।
এপর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৩৯ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬১ জন এবং মৃত্যু বরন করেছেন ৪ জন। এমনটি জানিয়ছেন জেলার এই ডেপুটি স্বাস্থ্য কর্মকর্তা।