অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাবেক রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী. এক শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নেতৃদ্বয় বলেন, সিনিয়র আইনজীবী জনাব মাহবুবে আলম আইন অঙ্গনের এক উজ্বল নক্ষত্র ছিলেন। তার মৃত্যুতে আইন ও আদালত অঙ্গনে যে শূন্যতার তৈরি হলো তা অপূরণীয়। দীর্ঘ একদশক রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি উজ্বল করতে তিনি অপরিসীম অবদান রেখেছেন। আইনজীবীদের কাছে শ্রদ্ধেয় ও প্রিয়মুখ ছিলেন জনাব মাহবুবে আলম। শুধু রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা নন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও তিনি সর্বোচ্চ আদালতের আইনজীবীদের কল্যাণে কাজ করেছেন। তিনি তার কর্মের দ্বারা মানুষের মধ্যে বেঁচে থাকবেন দীর্ঘদিন।
উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রোববার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে মারা যান (ইন্নালিল্লাহি ..রাজিউন)।