করোনা পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে চলমান আছে অভিযান। (২৭ই সেপ্টেম্বর) রবিবার দাইপুখুরিয়া শিবগঞ্জ এর আড়গাড়া হাটে অভিযান চালায় র্যাব-৫ ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম,ঔষধ প্রশাসনের সহকারি পরিচালক ফোয়ারা ইয়াছমিন এর নেতৃত্বে র্যাব-৫ এর সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযান চলাকালিন খোলা বাজারে অনুমোদিত, নকল মিসব্রান্ড এর ঔষুধ বিক্রি করায় ৯ জন ঔষুধ বিক্রেতাকে দন্ড প্রদান করা হয়। ৮ জনকে ১ মাসের কারাদন্ড ও ৩,০০০/- টাকা করে অথর্দন্ড অনাদায়ে ৭ দিনের কারাদন্ড এবং ১ জনকে ৪০ দিন কারাদন্ড ও ১০,০০০/- টাকা অথর্দন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া আড়গাড়া হাটে অভিযান চালানো হয় এবং উদ্ধারকৃত ঔষুধ জব্দ করা হয়। আগামীকাল জনসাধারণের সামনে নকল ব্র্যান্ডের ওষুধ ধ্বংস করা হবে।