ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত হয়েছে সাবেক দুই দল ফুটবলারদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ।
শুক্রবার বিকেলে উপজেলার কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল ম্যাচের আয়োজন করে উপজেলার সাবেক ফুটবলাররা।
খেলায় মানিকগঞ্জ সোনালী অতীত ক্লাব ১ – ০ গোলে ধামরাই সোনালী অতীত ক্লাবকে হারায়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান।
এ সময় অন্যানের মধ্যে সাবেক ফুটবলার জিন্নাতুল ইসলাম ও ক্রীড়া শিক্ষক আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।