মুজিববর্ষ উপলক্ষে অদম্য রোভার স্কাউট এর গ্রুপ কৃষকদের মাঝে কৃষিবীজ ও স্যার বিতরণ করা হয়েছে।
শুক্রবার ২৫ সেপ্টেম্বর সকালে মানিকগঞ্জ পৌরসভার পৌলি গ্রামে শতাধিক কৃষকদের মাঝে কৃষিবীজ ও সার বিতরণ করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক
এস. এম ফেরদৌস।
এসময় আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট আলী রাজীব মাহমুদ মিঠুন, অদম্য রোভার স্কাউট এর সহ সভাপতি বাবুল হোসেন, সম্পাদক অদম্য মুক্ত রোভার স্কাউট গ্রুপ এর সম্পাদক এ্যাড সাদিকুল ইসলাম সোহা, এছাড়া ও সংগঠনটির সকল স্তরের রোভার গার্লইন রোভার উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের( উপ সচিব) ও সংগঠনটির সভাপতি মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর পরিকল্পনা অনুযায়ী অদম্য মুক্ত রোভার স্কাউট গ্রুপ মুজিববর্ষে বৃক্ষরোপন কর্মসূচি, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান,পথচারীদের মাঝে মাস্ক বিতরণ, জীবানুনাশক স্প্রে,কৃষিবীজ ও স্যার বিতরণ সহ নানা রকম সেবামূলক কাজ করে আসছে বলে বক্তরা উল্যেখ করেন।