নরসিংদীর পলাশ উপজেলায় একটি টেক্সটাইল মিলের শ্রমিকসহ নতুন ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে পলাশ উপজেলায় মোট আক্রান্ত ১০০ জন। বৃহস্পতিবার (১৮ জুন) এ তথ্য নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন। নতুন করোনা শনাক্তদের মধ্যে উপজেলার ডাংগা ইউনিয়নের চরকার টেক্সটাইল মিলের একজন শ্রমিক, ঘোড়াশাল পৌর এলাকার টেকপাড়ার ১ জন ও ওয়াপদা গেট এলাকার ১ জন।
পলাশ থানার ওসি আরও জানান, করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ৩ জনের বাড়ি লকডাউন করা হবে। এ অবস্থায় তারা হোম আইসোলেশনে থাকবে। এ অবস্থায় কেউ বাড়ীর বাহিরে যাবেনা এবং কেউ প্রবেশ করবেনা। ১৪ দিন পর তাদের নমুনা সংগ্রহ করা হবে এবং তাদের খাবারসহ যা প্রয়োজন পুলিশ এবং এলাকার জনপ্রতিনিধিরা ব্যবস্থা করবে।
উল্লেখ্য, পলাশ উপজেলার নতুন আক্রান্ত ৩ জনের নমুনা ১০ জুন সংগ্রহ করে ১১ জুন ঢাকায় পাঠানো হয়। তাদের রিপোর্ট আসে ১৭ জুন। এ উপজেলায় এ পর্যন্ত ১০০ জন করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে জিনারদী ইউনিয়নে ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ ২০ জন, ঘোড়াশাল পৌর এলাকায় এক স্বাস্থ্যকর্মী ও এক সাংবাদিকসহ ৬৩ জন, ডাংগা ইউনিয়নে ৭ জন, চরসিন্দুর ইউনিয়নে ২ জন, গজারিয়া ইউনিয়নে ২ জন ও পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন। এদের মধ্যে জিনারদী ইউনিয়নে ইতিমধ্যে একজনের মৃত্যু এবং উপসর্গ নিয়ে অপর একজনের মৃত্যু হয়েছে।