এমন মালেক আরো আছে
ছাদেকুর রহমান রতন
চেহারা তার নূরের মতো
গুড়ের মতো মিষ্টি
কোথায় আছে টাকার খনি
করছে এবার লিষ্টি।
মালেক সাবের কয়টি বাড়ি
কয়টি আছে গাড়ি?
কেউ জানি না মুখে কেনো
সুন্নতি ওই দাড়ি।
দাড়ি দেখে বাড়ির কথা
যায় কখনও ভাবা?
কিন্তু এখন জেলের ভেতর
লাবড়া দিয়ে খাবা।
এমন মালেক আরো আছে
রাজধানী ওই ঢাকা
শালা-শালি, বউয়ের নামে
ব্যাংকে রাখে টাকা।
২১/০৯/২০২০ খ্রি.