রাজশাহীর তানোর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার তানোর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক নতুন প্রভাত পত্রিকার তানোর প্রতিনিধি সাংবাদিক আব্দুস সবুর সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে। এমন সড়ক দুর্ঘটনাটি ঘটেছে, চলতি মাসের ২২ সেপ্টেম্বর সকালে তানোর উপজেলার শেষ প্রান্ত পবা উপজেলার বাগধানী মোড়ে।
জানা গেছে, মঙ্গলবার সকালে রাজশাহী জর্জ কোর্টে হাজিরা দিতে যাওয়ার সময় তানোর উপজেলার শেষ প্রান্ত পবা উপজেলার বাগধানী মোড়ে ছাগলের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে সাংবাদিক সবুরের বাম হাত ও ডান পায়ে মারাত্মক ক্ষত হয়ে আহত হন তিনি।
এসময় সেখানে উপস্থিত স্থানীয়রা তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে তাকে। তবে বর্তমানে এখন সুস্থ আছেন তিনি।