ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরকে গ্রেফতারের ঘটনায় শাহবাগে বিক্ষোভ করছে তার সমর্থকরা। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। সোমবার (২১ সেপ্টেম্বর) নুরকে গ্রেফতারের পরই এ সংঘর্ষের সূত্রপাত।
শিক্ষার্থীর করা ধর্ষণ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার পর তাদের গ্রেফতার করা হয়।
আটকের পর তাদের মিন্টোরোডে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নূরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন বলে নিশ্চিত করেন লালবাগ থানার ওসি।
নুর ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- হাসান আল মামুন, নাজমুল হাসান, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি। এদের মধ্যে হাসান আল মামুনকে প্রধান আসামি এবং ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে।