মানিকগঞ্জের সিংগাইরে নিপা(১৮) নামের এক কলেজছাত্রী আত্নহত্যা করেছে। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের আলী নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিপা(১৮) ওই এলাকার প্রবাসী তফসের আলীর কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়,বাড়ির পাশে এক আত্বীয় বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যাওয়ার সময় মায়ের সাথে মন মালিন্য হয়। নিপা দাওয়াতে না গিয়ে বাড়িতে থাকে। মা দাওয়াতে চলে যায়। এরই মধ্যে অজ্ঞাত কারনে বসত বাড়ির দক্ষিন ভিটার দু,চালা টিনের ঘরের আড়ার সাথে ওড়ঁনা পেচিয়ে ফাঁস নেয়। পরে পাশে থাকা লোকজন টের পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ওড়ঁনা কেটে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।