টাঙ্গাইলের নাগরপুরের সলিমাবাদ ইউনিয়নে মোঃ মনজুর মিয়ার ছেলে ঢাকা কবি নজরুল বিশ্ববিদ্যালয় পড়ুয়া মো. আকাশ মিয়া (১৯) আজ ২০ সেপ্টেম্বর রবিবার দুপুরে সলিমাবাদের ছোট নদীর পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে।
আকাশ মিয়ার পরিবার ও এলাকাবাসী সাথে কথা বলে জানা যায়, আকাশ বাবা-মা সহ ঢাকায় থাকে।সে দুই দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসে তারা। পরে বন্ধুদের সাথে সলিমাবাদ ছোট নদীতে গোসল করতে যায়। পরে ধর্ম জালের খোটা থেকে পানিতে লাফ দেয় সে। পরে তাকে আর দেখতে পায়নি বন্ধুরা। কিছুক্ষণ পরে আকাশকে হাত নাড়াতে দেখে নদীর পানি থেকে পারে তোলে তাকে। জ্ঞান না ফিরলে তাকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন স্বজনরা। আজ দুপুর ১.৫৫ মিনিটে কর্তব্যরত ডাঃসাহেদ আল ইমরান আকাশ কে মৃত্য ঘোষনা করেন। ডাক্তার বলেন, আকাশকে মৃত অবস্থায় সাহপাতালে আনা হয়েছিল।