রাজশাহীর তানোর পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের (সম্ভাব্য) দলীয় মনোনীত প্রার্থী প্রসিদ্ধ ব্যবসায়ী ও বিশিস্ট সমাজ সেবক আবুল বাসার সুজন পৌরসভার চাপড়া গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
জানা গেছে, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর শুক্রবার তানোর পৌরসভার চাপড়া গ্রামের জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন আবুল বাসার সুজন। নামাজ শেষে তিনি মসজিদ ও গ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন তানোর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, তানোর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাহাবুর রহমান মাহাম ও রামিল হাসান সুইট প্রমুখ।
এসময় তিনি স্থানীয় সাংসদের পক্ষ থেকে চাপড়া গ্রামের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে বলেন, তানোর পৌরসভার আসন্ন নির্বাচনে এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে হবে আপনাদেরই। তিনি বলেন, নৌকা উন্নয়ন ও গণতন্ত্রের প্রতিক প্রার্থী যেই হোক ভোট চাই নৌকায় নৌকার বিজয় নিশ্চিত করতে চাপড়া গ্রামবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়। এ সময় গ্রামবাসী পৌর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।