আজ ২ দিন যাবৎ টাঙ্গাইল-আরিচা সড়কের চলছে জোড়াতালির বেইলি ব্রিজের মেরামতের কাজ চলছে ।
প্রতিবছর বেশ কয়েকবার চলে এসব বেইলি ব্রিজ মেরামতের কাজ। তাই টাঙ্গাইল-আরিচা সড়কের অপর নাম হয়ে দাড়িয়েছে দূর্ভোগের সড়ক।
টাঙ্গাইল- মানিকগঞ্জ আন্তঃ জেলার প্রায় সকল বেইলি ব্রিজই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে দীর্ঘ দিন যাবৎ, দাবি করে এসব কথা বলে জনসাধারন। তারা আরো বলেন, কয়ে দিন পরপর এভাবে ব্যবহার অনুপযোগী ব্রিজগুলো মেরামত না করে এখানে নতুন ব্রিজ নির্মান করলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে। সরেজমিনে কাজের সাথে সম্পৃক্তদের সাথে কথা বলে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে মেরামতের এই কাজ, তা চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলে জীর্ণ বেইলি ব্রিজের কাজ।
রাস্তা ব্যবহারকারী পরিবহন শ্রমিক ও যাত্রীরা এক বাক্যে বলেন, বার বার মেরামতের টাকায় তো অনায়াসে বেশ কয়েটি সেতু নির্মান সম্ভব হতো। এতে আমাদের ভোগান্তি কমতো।
এ বিষয়ে কথা বলতে, টাঙ্গাইলের সড়ক ও জন পথ বিভাগের নির্বাহী প্রোকৌশলী মনিরুজ্জামান এর মুঠোফোনে একাধিক বার কল করেও তার সাথে কথা বলা বলা সম্ভব হয়নি।