আজ মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের নির্দেশে নরসিংদী সদর উপজেলার মহিষাশুরা গ্রামে বাল্য বিবাহ বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা কালে জানা যায় যে, ছেলে প্রাপ্ত বয়স্ক হলেও মেয়ে অপ্রাপ্ত বয়স্ক। ফলে মেয়ের বয়স আঠার বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ে তার অভিভাবকের জিম্মায় থাকবে মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।
উভয়পক্ষকে বাল্যবিবাহের কুফল ও শাস্তি সম্পর্কে সচেতন করা হয় এবং বাল্য বিবাহ নিরোধ আইন,২০১৭ সম্পর্কে সকলকে জানানো হয়।
বাল্যবিবাহ রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে জানান তিনি।